পুরাতন মালদা

সরকারি হাসপাতাল থেকে এক্সপায়ার ডেটের ওষুধ দেওয়ার অভিযোগ!

 

এবার এক্সপায়ার ডেটের ওষুধ দেওয়ার অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এই মর্মে জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছে এক রোগী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে  পুরাতন মালদা ব্লকের মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে।

    জানা যায়, পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকার সারদা কলোনির বাসিন্দা বসুদেব ঘোষ গত কয়েকদিন আগে বাড়ির পোষা গরুর আঘাতে আহত হন। ঘটনায় তার বাম পায়ে আঘাত লাগে। গত সোমবার স্থানীয় মৌলপুর স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার দেখান। সেখান থেকে যে ওষুধ দিয়েছে, তাতে দেখা যায়, ওষুধটি এক্সপায়ার ডেটের। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গেলে তারা গুরুত্ব দিতে চাননি। বাধ্য হয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই রোগী।

 

    এদিকে সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে এক্সপায়ার ডেটের ওষুধ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তবে ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীদল বিজেপি। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি বলেন, রাজ্যের তৃণমূল সরকার রাজ্যকে দুর্নীতিগ্রস্থ বানিয়ে ফেলেছে। সমস্ত কিছুতেই দুর্নীতি। বাদ পড়েনি স্বাস্থ্য দপ্তর। সাধারণ মানুষের জন্য এবার এক্সপায়ার ওষুধ দিচ্ছে সরকার।

 

    এদিকে পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, এ ধরনের ঘটনা যদি ঘটে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে।